শিরোনাম

নীলফামারী, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. আসাদুজ্জামান খান রিনো সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) আবু মোহাম্মদ সোয়েম, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আল মাসুদ চৌধুরী, আইনজীবী ফোরামের সদস্য সচিব মো. গোলাম মোস্তফা সজীব প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে প্রবীণ ও নবীন আইজীবীরা অংশগ্রহণ করেন।