বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল

ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১১টায় উপজেলার সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সভাপতিত্ব করেন। 

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের বিএনপির জোট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবীব। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর প্রতীক। 

নেতা-কর্মীরা খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া, দেশ ও জাতির উন্নতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে প্রার্থনার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্য শেখ মো. শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, এবিএম মমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে হাজী মো. শাহজাহান সিরাজ দোয়া পরিচালনা করেন।