বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮

নীলফামারীতে ট্রাক্টরের ফলায় পেঁচিয়ে যুবকের মৃত্যু

নীলফামারী, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কিশোরগঞ্জ উপজেলায় বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের লাঙ্গলে পেঁচিয়ে লিমন মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়মের খোলাহাটি গ্রামের মুক্তা হিমাগারের কাছে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের হানিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুট্টা লাগানোর জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন কৃষক শহিদুল ইসলাম। এ সময় মাটির নিচের কীট-পতঙ্গ বেরিয়ে এলে সেটি (কীট-পতঙ্গ) খাওয়ার জন্য বক ছুটে আসে। যুবক লিমন মিয়া ট্রাক্টরের লাঙ্গলের ঢাকানার ওপর বসে সেখানে আসা বক শিকারের চেষ্টা করছিলেন। এ সময় অসতর্কভাবে লাঙ্গলের ফলায় পেঁচিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।