শিরোনাম

পঞ্চগড়, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাতভর কুয়াশা ঝরে বৃষ্টির মত। সকালের দিকেও কুয়াশাচ্ছাদিত থাকে পথঘাট। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে কাবু পুরো জনপদ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
আজ শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদির ধরে এ অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি। দিনে সূর্যের দেখে মিললেও সন্ধ্যার পর আবারো শুরু হয় শীতের তীব্রতা।
আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রার পারদ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে এখন এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জেষ্ঠ্য পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকে সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
বাতাসের গতিবেগ ছিল ৮-১০ কিলোমিটার। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এমন শীত পরিস্থিতি থাকতে পারে।