শিরোনাম

রাঙ্গামাটি, ১ জানুয়ারি, ২০২৬(বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙ্গামাটি আসনে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়ন পত্রের কাগজপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা আট প্রার্থীর মধ্যে ছয় জনের মনোনয়নপত্র বৈধ, একজনের স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিনের মনোনয়ন পত্রের জমাকৃত কাগজ পত্রের অসংগতি থাকায় বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত সময় বেধে দেওয়া হয় আর এক শতাংশ স্বাক্ষর নেয়ার কথা থাকলেও কিছু কম থাকায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাটিকে অবৈধ ঘোষনা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ।
মনোনয়ন এর কাগজপত্র যাছাই-বাছাই শেষে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, প্রার্থীদের জমাকৃত কাগজপত্র সঠিক এবং কোন অভিযোগ না থাকায় ছয় প্রার্থীর মনোনয় বৈধ ঘোষণা, জমাকৃত কাগজ পত্রের অসংগতি থাকায় একজনের স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ স্বাক্ষর নেয়ার কথা থাকলেও কিছু কম থাকায় সেটি অবৈধ ঘোষণা করা হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুপার জসিম উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান ও নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও প্রার্থীর মনোনীত প্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।