শিরোনাম

নীলফামারী, ৩১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলায় টানা চারদিনের পর আজ বুধবার দেখা মিলেছে সূর্যের। দিনভর ঝলমলে সূর্যকিরণে জেলার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
এমন সূর্যকিরণে শীতের তীব্রতা কমায় মানুষের উপস্থিতি বেড়েছে শহর-গ্রামসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে।
জেলা শহরের দোকান কর্মচারী কারিমুল ইসলাম (২৫) বলেন, প্রায় চার দিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় কনকনে শীত অনুভুত হয়েছে। এতে করে শহরে লোকজনের উপস্থিতি কমে যায়। আজ সকাল থেকে পরিস্কার আকাশে সূর্য দেখা দিলে শীতের দাপট কিছুটা কমে যাওয়ায় শহরে লোকজনের উপস্থিতি বেড়েছে।
নীলফামারী সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মান্নান বলেন, চারদিন পর সূর্যকিরণে শীতের তীব্রতা কিছুটা কমেছে। এতে করে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের কষ্ট কমেছে। কয়েকদিনের তুলনায় আজকে শহরে লোক সমাগম কিছুটা বেড়েছে।
জেলার সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম বলেন, ‘আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সপ্তাহের শেষে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস আছে’।