শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঢাকার জানাজার সাথে একাত্মতা প্রকাশ করে আজ চাঁপাইনবাবগঞ্জ জেলাব্যাপী গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৩ টার পর থেকে ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজাস্থলগুলোতে মানুষের ঢল নামে। জানাজায় আগত হাজারো বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানান এবং তাঁর জন্য দোয়া করেন। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক ও মানবিক সম্পর্কের স্মৃতিচারণ।
জানাজা শেষে দেশ, জাতি ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজায় আগত রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।