বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৯

চাঁদপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা 

আজ চাঁদপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা । ছবি : বাসস

চাঁদপুর, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন জেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।

আজ বুধবার দুপুরে চাঁদপুর শহরের আসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন। এ সময় আবেগাপ্লুত হয়ে অনেক নেতাকর্মীকে অঝোরে কাঁদতে দেখা যায়।

জানাজায় বিএনপি ছাড়াও জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন -সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে অংশগ্রহনকারিরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশের গণতন্ত্র রক্ষায় তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা।