বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:২১

দেশনেত্রী খালেদার মৃত্যুশোক পালনে ভোলায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

ভোলা, ৩১ ডিসেম্বর ২০২৫ (বাসস): দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুশোক পালন এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ভোলার মানুষ তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

ভোলার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার রাতভর জেলা শহর ভোলার আনাচে-কানাচে এবং জেলার অন্যান্য উপজেলাগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে মাইকিং করা হয়েছিলো। 

ভোলার ব্যবসায়ী সমিতির সভাপতি এইচএম জাকির জানান, প্রিয় দেশনেত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার প্রতি সম্মান প্রদর্শনের জন্যই আজ দিনভর ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। 

তিনি বলেন, আমরা তার মৃত্যুতে বাকরুদ্ধ, শোকেস্তব্ধ। তিনি ছিলেন আপোসহীন নেত্রী, দেশ মাতৃকার সাহসী কণ্ঠ, গণতন্ত্রের জননী। আমরা তার মৃত্যুতে যে, শোক ও বেদনা অনুভব করছি তা প্রকাশের ভাষা আমাদের জানা নাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোলার দোকান মালিক সমিতির পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ব্যবসায়ীরা জানান, আজ বুধবার বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত ভোলার দোকান পাট বন্ধ রাখা হয়েছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোলার প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দোকানপাট গুলোতে জাতীয় পতাকা অর্ধ্বনমিত ও কালো পতাকা টানানো হয়েছে।