বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮

খালেদার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালী প্রেসক্লাবের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে পটুয়াখালী প্রেসক্লাব। ছবি: বাসস

পটুয়াখালী, ৩১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে পটুয়াখালী প্রেসক্লাব।

গতকাল মঙ্গলবার রাতে সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ। মোনাজাতে প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস ও স্বপন ব্যানার্জি, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শংকর লাল দাসসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ পরিচালনায় অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।

পটুয়াখালী প্রেসক্লাব সূত্রে জানানো হয়, রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি রেখে প্রেস ক্লাবের সদস্যরা তিন দিনব্যাপী শোক পালন করবেন।