শিরোনাম

খুলনা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : খালিশপুর, দৌলতপুর, খান জাহান আলী ও আড়ংঘাটা এলাকা নিয়ে গঠিত খুলনা-৩ আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে প্রমাণিত হয়েছে এবং তিন জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের আজ বুধবার দুপুরে এ তথ্য জানান।
ঋণখেলাপি এবং অন্যান্য অনিয়মের কারণে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মোল্লা, আবুল হাসনাত সিদ্দিক এবং আরিফুর রহমান মিঠু।
তবে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে। অন্যদিকে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।