বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৫

খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ দিনাজপুরে এক দোয়া মাহফিল ও কোরানখানি অনুষ্ঠিত হয়েছে।  ছবি : বাসস

দিনাজপুর, ৩১ ডিসেম্বর ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ দিনাজপুরে এক দোয়া মাহফিল ও কোরানখানি অনুষ্ঠিত হয়েছে। 

দিনাজপুর জেলা বিএনপি এবং জেলা কারাগার পরিচালিত রেইনবো সুপার মার্কেট- দোকান মালিকদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ কোরান খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে রেইনবো সুপার মার্কেট প্রাঙ্গণে হাফেজদের মাধ্যমে কোরান তেলাওয়াত করা হয়। বাদ জোহর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রেইনবো সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি মো. আজহারুল ইসলাম দুলু, সহ-সভাপতি আহসান হাবিব, মো. সুলতান, মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন, উপদেষ্টা মো. আসলাম, দোকান মালিক সাব্বির, আবু, মুইনুল ইসলাম, আবু বকর,সহ আমন্ত্রিত হিসাবে জেলা বিএনপি উপস্থিত নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়াও  অন্যান্য দোকান মালিক, কর্মচারী ও আগতরা উপস্থিত থেকে মোনাজাতে শরিক হন। 

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রেইনবো সুপার মার্কেটের সবগুলো দোকান আজ বুধবার সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্ধ রাখা হয়।