শিরোনাম

ভোলা, ৩১ ডিসেম্বর ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকার্ত ভোলাবাসী নানা কর্মসূচির আয়োজন করেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনায় জেলাব্যাপী দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াত চলছে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দলের ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন বাসসকে জানান, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা ভোলাবাসী শোকার্ত, ব্যাথিত ও মর্মাহত। তিনি শোকার্ত জিয়া পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি জানান- আজ বুধবার সন্ধ্যায় জেলা শহরের নতুন বাজারে অবস্থিত দলের জেলা কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দলের সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ জানান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ বেগম জিয়ার জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশ গ্রহণ করবেন।
বিজেপি দলীয় সূত্র জানায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়ার অনুষ্ঠানে অংশ নিতে জেলাব্যাপী সকলের প্রতি আহব্বান জানানো হয়েছে।