বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮

শেরপুরে কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন

ছবি : বাসস

শেরপুর, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শেরপুরে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল (আলু) ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর ব্লকের ডুবারচর গ্রামে কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

সদরের সন্ন্যাসীরচর ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান।

এ সময় তিনি বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং কৃষক সেবা কেন্দ্র থেকে মানসম্মত বীজ, সার, রোগবালাই দমন সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন কৃষি সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, আলু একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। সঠিক প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আলু উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এই উদ্যোগ কৃষকদের আলু উৎপাদনে খরচ কমাতে ও লাভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া স্থানীয় কৃষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এ ধরনের কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন।