শিরোনাম

মামুন রশিদ
রংপুর, ২৮ ডিসেম্বর, ২০২৫( বাসস) : জেলার ছয়টি সংসদীয় আসনের ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন। নতুন ভোটারদের সিংহভাগই তরুণ, যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনে ছয়টি আসনে মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জনে। এর মধ্যে নারী ভোটারই সংখ্যাগরিষ্ঠ। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যাও বেড়েছে। নারী ভোটার এগিয়ে, বেড়েছে কেন্দ্র।
হালনাগাদ তালিকা অনুযায়ী, বর্তমানে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩১ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২৪ জন। এদিকে ভোটকেন্দ্রের সংখ্যাও বেড়েছে। আগে যেখানে কেন্দ্র ছিল ৮৫৮টি, এবার তা বেড়ে হয়েছে ৮৭৩টি।
গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-১ আসনে এবার আংশিক সীমানা পরিবর্তন হয়েছে। এ আসনের সঙ্গে যুক্ত হয়েছে সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড।
গত নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জনে। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৩৯৪ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮২৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। মোট ভোটার বেড়েছে ৪৩ হাজার ৮ জন। ভোটকেন্দ্র বেড়ে হয়েছে ১৩৯টি। রংপুর-৬ আসনে ভোটার বেড়েছে ২৬ হাজারের বেশি।
পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-৬ আসনে গত নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন। এ আসনে নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ১০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। ভোটকেন্দ্র বেড়ে হয়েছে ১১৩টি।
রংপুর-৪ (কাউনিয়াুপীরগাছা) আসনে গত নির্বাচনে ভোটার ছিলেন ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এবার তা বেড়ে হয়েছে ৫ লাখ ৯ হাজার ৬ জন। ভোটার বেড়েছে ৩১ হাজার ৫২৩ জন। কেন্দ্র সংখ্যা রয়েছে ১৬৩টি, যা অপরিবর্তিত।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে গতবার ভোটার ছিলেন ৪ লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন। ভোটার বেড়েছে ২৮ হাজার ৮৫৪ জন। কেন্দ্র বেড়ে হয়েছে ১৫২টি।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন বেশি। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম।