বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:০৯

আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে : আবহাওয়া অধিদফতর

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতের তাপমাত্র সামান্য কমতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। 

আজ সকাল ৯ টা  থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়ডাঙায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন 
কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তিঅংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বাড়তিঅংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

নদীবন্দর সমূহের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌঁযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সতর্ক সংকেত দেখানো হয়নি।

সমুদ্রবন্দর সমূহে কোন সতর্ক সংকেত নেই।

আজকের সূর্যাস্ত (ঢাকায়) সন্ধ্যা  ৫ টা  ১৮ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬:৩৯ মিনিটে।