বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

মাগুরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

ছবি: বাসস

মাগুরা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মাগুরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে আজ রোববার এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাগুরা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।

সভায় পুলিশ সুপার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান ছিল অপরিসীম। বহু পুলিশ সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেকেই বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত হয়েছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার সেই চেতনা ধারণ করে বাংলাদেশ পুলিশ আজও দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, মাগুরাসহ অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ, শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।