শিরোনাম

নাটোর, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল চারটায় নাটোর সদর উপজেলার কাফুরিয়া মোল্লাপাড়ায় এই বৈঠক আয়োজন করে জেলা তথ্য অফিস।
ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ড. মো. নাসিম রানা এবং কাফুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশার।
বৈঠকে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন সরকার চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। পাশাপাশি ‘কেমন বাংলাদেশ চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব গণভোটে ভোট প্রদানের মাধ্যমে। একই দিনে দুইটি ভোট প্রদানের সুযোগ থাকছে এই নির্বাচনে। এছাড়াও বক্তারা নির্বাচনের সময়সূচি ও আচরণবিধি সম্পর্কে ধারণা প্রদান করেন।
ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা জানান, জেলার সাতটি উপজেলায় নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সংক্রান্ত অবহিতকরণ সভা পর্যায়ক্রমে আয়োজন করা হবে। পাশাপাশি ১২ ডিসেম্বর থেকে জেলা তথ্য অফিস নির্বাচনের তফশিল, আচরণবিধি এবং গণভোট সংক্রান্ত সড়ক প্রচারণা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন কার্যক্রম অব্যাহত আছে।