বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩

ভোলা ও নোয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে আটক ২ 

ছবি : বাসস

ভোলা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা ও নোয়াখালী জেলার হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যাক্তিকে আটক করেছে।

আজ রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যেও ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার বোরহানউদ্দিন থানাধীন দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সেলিম হাওলাদার (৪৫) কে আটক করা হয়।

অপরদিকে, শনিবার দিবাগত রোববার রাত ১টা হতে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার কোরালিয়া সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকা হতে আবুল কাশেম (৬৪) কে আটক করা হয়। 

অভিযানে আটককৃত ব্যক্তিদ্বয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।