শিরোনাম

বান্দরবান, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ আসন্ন শুভ ‘বড়দিন’ উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রোববার সকালে সেনা জোনের প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ।
এসময় জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সময় পার্বত্য এলাকার বিভিন্ন পাড়ার ৩৯টি গির্জার কমিটির সদস্য ও পাড়াবাসীদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়। একই সঙ্গে ৩০০-এর বেশি সুবিধাবঞ্চিত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। নির্মাণ ও সংস্কার কাজে ব্যবহারের জন্য সামিয়ানা, ঢেউটিন, নগদ অর্থসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে। এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নকে এগিয়ে নেবে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।