বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:১১

নীলফামারীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে সুজনের গোলটেবিল বৈঠক 

আজ নীলফামারীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে সুজনের গোলটেবিল বৈঠক। ছবি : বাসস 

নীলফামারী, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়েজনে আজ রোববার জেলা শহরের একটি কমিউনিটি সেণ্টারে গণতন্ত্র শক্তিশালী করণ কার্যক্রম বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

সুজনের জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সুজনের রংপুর অঞ্চলের প্রতিনিধি রাজেশ দে, বীর মুক্তিযোদ্ধা বঙ্কু বিহারী রায়, নীলফামারী বড় মসজিদের খতিব মওলানা আশরাফুল হক নুরানী, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আকতারুল আলম রাজু, ডা. মো. আউয়াল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, সাবেক সভাপতি তাহমিনুল হক, উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন জলি, মানবাধিকার কর্মী ডেইজি মাশরাফি, সাংবাদিক হাসান রাব্বী প্রধান, কবি মনি খন্দকার প্রমুখ।

বক্তারা দেশের বর্তমান প্রোক্ষাপটে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরে গণতন্ত্রের উত্তরণের জন্য নাগরিক সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন,‘একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন নাগরিকের অংশগ্রহণ ও সংগঠিত উদ্যোগ অপরিহার্য। নির্বাচন ব্যবস্থার সংস্কার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে সম্মিলিতভাবে কাজ করতে হবে’।

গোলটেবিল বৈঠক জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধি সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শেণি পেশার দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।