বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে সিনেটের অনুমোদন  

ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। এর মাধ্যমে এক বছরেরও বেশি সময় ধরে শূন্য থাকা গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদটি পূর্ণ করল যুক্তরাষ্ট্র।

রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পাওয়ার পর শুক্রবার ক্রিস্টেনসেন তার ভেরিফাইড লিংকডইন পেজে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে আামি সম্মানিত বোধ করছি। এ মনোনয়নের জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ ।’

সিনেট ফরেন রিলেশনস কমিটিতে মনোনয়ন শুনানির সময় মনোনীত রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের অগ্রযাত্রাকে সমর্থন করে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ একটি নতুন সরকার এবং নতুন পথ বেছে নেওয়ার জন্য আগামী বছরের শুরুতে ভোটে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিনি এটিকে গত কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বর্ণনা করেন।

ক্রিস্টেনসেন তার ফরেন সার্ভিস ক্যারিয়ারে ঢাকায় পূর্ববর্তী দায়িত্বসহ বাংলাদেশ-সংক্রান্ত মার্কিন নীতির বিষয়ে দুই দশকেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে তার অফিশিয়াল প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।