শিরোনাম

মেহেরপুর, ২০ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আরিফুল হক মিঠু (৪১) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
আটক আরিফুল হক মিঠু মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
মেহেরপুর সিপিসি-৩ গাংনী র্যাব-১২ আজ শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- গতকাল শুক্রবার দিবাগত শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মিঠুকে মহাজনপুর থেকে আটক করা হয়। আটকের পর মিঠুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।