বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭

ঝিনাইদহে মাদকসহ আটক ৩

ঝিনাইদহ, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মহেশপুর উপজেলায় আজ একহাজার দুইশ’ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা সহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় নগদ প্রায় আটলাখ টাকা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

আজ শনিবার সকাল ৯টার দিকে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রাম থেকে এসব ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেল সহ তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম (৪১), তার ছেলে লিমন হাসান (২১) ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসান (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক দেলোয়ার হোসেন পালিয়ে যায়। 

এসময় দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলী বেগম, তার ছেলে লিমন হাসান ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসানকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় একহাজার দুইশ’ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় নগদ আটলাখ চারহাজার ৮৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মালামাল সরকারি কোষাগারে জমা দেয়া হবে।