বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:১২

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রাম, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) অভিযানে নগরীর হালিশহর থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন লক্ষ্মীপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুমন হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ডিবি পশ্চিমের পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্য থেকে একটি বিদেশি পিস্তল একজনের কাছে থাকার গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় গ্রেফতার সুমন হোসেন জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তার কাছে লুটকৃত একটি সরকারি অস্ত্র (পিস্তল) ও একটি ম্যাগাজিন রয়েছে। 

মোহাম্মদ মজিবুর রহমান জানান, ১৯ ডিসেম্বর সুমনকে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় গিয়ে বাড়িতে মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি ৯ এমএম তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
  
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।