বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪

দিনাজপুরে  ১০  দিনব্যাপী  উদ্যোক্তা মেলার উদ্বোধন

ছবি : বাসস

দিনাজপুর, ২০ ডিসেম্বর, ২০২৫(বাসস) : জেলায়  বিসিক এর আয়োজনে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন,বিসিকের প্রশিক্ষণের মাধ্যমে বেসরকারি উদ্যোগে সারা দেশে তরুণ ও যুবকেরা নতুন শিল্প গড়ে তুলতে সক্ষম হচ্ছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার দুপুর ২ টায় এই মেলার উদ্বোধন করা হয়।

আজ দুপুর দেড়টায় জেলা প্রশাসক চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে গোর-এ শহীদ বড় ময়দানে বিসিক উদ্যোক্তা মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ করা হয়।

বিসিক জেলা কার্যালয় উপ - মহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। 

তিনি তার বক্তব্যে বলেন,বিসিক সরকারি উন্নয়নমুখী ও জনকল্যাণুূখী বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়নের পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করে আসছে। ফলে বাংলাদেশকে শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিসিক এর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে বেসরকারি উদ্যোগে সারাদেশে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, উপ-মহাব্যবস্থাপক শেফালী খাতুন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর সভাপতি মো. মতিউর রহমান  প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিক জেলা কার্যালয় প্রমোশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা বিসিক কার্যালয়ের কর্মকর্তা মো. ইমরান আলী।