শিরোনাম

টাঙ্গাইল, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় সোনালিয়া করটিয়া রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে সদর উপজেলার করটিয়াতে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে রেলস্টেশন উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।
উদ্বোধন কালে রেলওয়ের মহাপরিচালক জানান, প্রথমে ‘রাজশাহী মেইল’ লোকাল ট্রেনটি দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রেলওয়ে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।
স্থানীয়রা জানান, এই রেলস্টেশন টি উদ্বোধন হওয়ায় জেলার বাসাইল ও সখীপুর উপজেলাসহ সরকার সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করবে।