শিরোনাম

নাটোর, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ নাটোরে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
শনিবার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সন্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে আজ শোক দিবসের কর্মসূচী ঘোষণা করে।
ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদ জানান, শোক দিবসের কর্মসূচী পালনের জন্য জেলা তথ্য অফিস অনলাইন ছাড়াও সড়ক প্রচারণার মাধ্যমে প্রচারণা চালিয়েছে।
এছাড়া হাদির রুহের মাগফেরাত কামনা করে রাষ্ট্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার জেলার প্রায় সাড়ে তিন হাজার মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।