শিরোনাম

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারি এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মগুরু, চতুর্থ সংঘরাজ তিলোকানন্দ মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে তিনি প্রয়াত মহাথেরর স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, চতুর্থ সংঘরাজ তিলোকানন্দ মহাথের কেবল একজন ধর্মীয় গুরু ছিলেন না, তিনি ছিলেন শান্তি, মৈত্রী ও মানবিকতার আলোকবর্তিকা। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষা ও ধর্মীয় চেতনার প্রসারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মহাপ্রয়াণ পার্বত্য অঞ্চলের তথা সমগ্র বৌদ্ধ সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন উপদেষ্টা।
তিনি আরো যোগ করেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলে সকল ধর্মের মানুষের সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তিলোকানন্দ মহাথের যে অহিংসা ও করুণার পথ দেখিয়ে গেছেন, তা অনুসরণ করলেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টা গভীর শোক প্রকাশ এবং তার আত্মার শান্তি কামনা করেন।
সুপ্রদীপ চাকমা বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে দল, মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। তিনি পার্বত্য এলাকায় সাম্য ও মৈত্রীর বন্ধনে একে অপরের সহযোগী হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, বাঘাইছড়ির রুপকারি এলাকায় তিন দিনব্যাপী সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে কোরিয়া ও থাইল্যান্ডের অতিথি ভিক্ষুসহ হাজারো পূণ্যার্থীদের উপস্থিতিতে এই জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপিত হচ্ছে।