বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:২১

ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ছবি: বাসস

ঠাকুরগাঁও, ১৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ৬৮ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে সুগার মিলের ‘কেইন কেরিয়ার’ প্রাঙ্গনে ডোঙ্গায় আখ ফেলে মৌসুমের উদ্বোধন করেন বিএসএফআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান।

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএফআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, বিএসএফআইসি'র সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, বিএসএফআইসি’র প্রধান (টিএস) মঞ্জুরুল হক প্রমুখ।

এ সময় ঠাকুরগাঁও চিনিকল, পঞ্চগড় চিনিকল, সেতাবগঞ্জ চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তরা জানান, এ বছর ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডে পাঁচহাজার ৬৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।