বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:০৪

ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও কফিন মিছিল 

ছবি: বাসস

চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কফিন ও বিক্ষোভ মিছিল করেছে করেছে জুলাই ঐক্য ও ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম নগরী।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে নগরের আন্দরকিল্লা শাহী মসজিদ এলাকা থেকে ‘জুলাই ঐক্যের’ ব্যানারে কফিন মিছিল করা হয়। মিছিলে গত বছরের জুলাই-আগস্ট মাসের আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনও অংশগ্রহণ করে। জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির।

জুলাই ঐক্যের ব্যানারে জাতীয় পতাকা মোড়ানো প্রতীকী কফিন নিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি জামালখান মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদের সঞ্চালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব তৌসিফ ইমরোজ, গণঅধিকার পরিষদের নেতা জসীম উদ্দিন, যুবশক্তির নেতা টিপু সুলতান, জুলাই আন্দোলনে নিহত মাহবুবর রহমানের ভাই মঞ্জুর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মিছিলে অংশগ্রহণকারীরা কফিনের আদলে তৈরি প্রতীকী বাংলাদেশের লাল সবুজ পতাকা জড়িয়ে বহন করে রাস্তায় নেমে আসেন। এ সময় তারা ‘হাদির হত্যাকারীদের ফাঁসি চাই’, ‘শরিফ ওসমান হাদির রক্ত বৃথা যাবে না’, ‘খুনিদের বিচার চাই’ ‘আমি কে, তুমি কে- হাদি, হাদি’ ‘দিল্লি না ঢাকা- ঢাকা, ঢাকা’, ‘আমরা সবাই হাদি হবো, বুক চিতিয়ে লড়ে যাবো’সহ বিভিন্ন স্লোগান দেন। 

সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, শরিফ ওসমান হাদি শুধু একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের কণ্ঠস্বর ও নিপীড়িত মানুষের সাহসী প্রতিনিধি। তার ওপর পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা চালিয়ে যারা তাকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আধিপত্যবাদ বিরোধী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে দেওয়ানহাট মোড়ে শেষ হয়। মিছিলে ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

ছাত্রশিবির চট্টগ্রাম নগর উত্তর সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ আলী ও নগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ আলী বলেন, জুলুম ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ওসমান হাদি, তেমনি সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। দেশের সাংস্কৃতিক অঙ্গনে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম ছিল তার অন্যতম পরিচয়। একজন হাদিকে শহীদ করে এ দেশে ভারতীয় আধিপত্যের নীলনকশা বাস্তবায়ন করা যাবে না।

এদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তারা দেশ, গণতন্ত্র এবং ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

আজ শুক্রবার বাদ জুমা বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও বিআইএ মসজিদের খতিব হজরত মাওলানা সাফওয়ান বিন হারুন আজহারী।