বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:০২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন এক দিন পিছিয়ে রোববার

গাজীপুর, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন ২০২৫-এর তারিখ পরিবর্তন করা হয়েছে। 

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) এই অধিবেশন হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ২১ ডিসেম্বর, রোববার সকাল সাড়ে ১০টায় নির্ধারণ করা হয়েছে।

আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের(গাজীপুর)সিনেট হলে এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। অধিবেশনে সিনেট সদস্যরা উপস্থিত থাকবেন।

তারিখ পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।