বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৪

খুলনায় ওসমান হাদি’র গায়েবানা জানাজা ও বিক্ষোভ 

খুলনায় আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা এবং হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ১৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা এবং হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার জুমার নামাজের পর বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় ইমামতি করেন হাফেজ আয়াতুল্লাহ ওসমানী।

জানাজা শেষে শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বাদ জুমা নগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।