শিরোনাম

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও যুবনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত বৃটিশ হাইকমিশন।
আজ শুক্রবার এক শোকবার্তায় হাইকমিশন হাদির পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
শোকবার্তায় বৃটিশ হাইকমিশন জানায়, ‘যুব নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ এ সময় তারা এই কঠিন সময়ে শোকসন্তপ্ত সবার প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে।
হাদির মৃত্যুর পর তাঁর প্রতি আন্তর্জাতিক মহল থেকে একের পর এক শোকবার্তা আসছে। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক শোকের আবহ সৃষ্টি হয়েছে।
৩২ বছর বয়সী শরিফ ওসমান হাদি গত সপ্তাহে ঢাকায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।