বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০১

মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ পলাতক আসামী গ্রেফতার

ফাইল ছবি

মুন্সীগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ একাধিক হত্যা সহ গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে হামলার আসামী  এবং নৌ-ডাকাত লালুর অনুসারি সৈকত (৩০) কে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ  গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। 

গ্রেফতারকৃত সৈকত মুন্তীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের পুত্র।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ টায় র‌্যাব -১১ নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আসামী সৈকতকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে আসামীর দেওয়া তথ্যমতে তার বসতঘর থেকে ১ টি পিস্তল ১ টি দেশীয় ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, গ্রেফতারকৃত সৈকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।