শিরোনাম

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০২৫’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস- ২০২৫’ উদযাপন করা হয়েছে।
ইতালিতে বসবাসরত প্রবাসী পেশাজীবী, ব্যবসায়ী, ছাত্র, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। আজ ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এ উপলক্ষ্যে দূতাবাসে আয়েজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক অন্ষ্ঠুানে ‘ইতালিতে বাংলাদেশিদের নিয়মিত অভিবাসন সম্প্রসারণে করণীয়’ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন। পরবর্তীতে আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা নিয়মিত অভিবাসন, প্রবাসীদের অধিকার এবং দূতাবাসের সেবা কার্যক্রম বিষয়ে তাদের পরামর্শ এবং প্রত্যাশা তুলে ধরেন।
দিবসটির তাৎপর্য এবং অভিবাসনের সুযোগ, ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং পদ্ধতিতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হওয়ার বিষয়টি আলোচনা করা হয়। এসময় পোস্টাল ভোটিং অ্যাপসে নিবন্ধন, ব্যালট প্রাপ্তি প্রক্রিয়া, ভোটদান প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে দূতাবাস থেকে আলোচনার পাশাপাশি ভোটদানে প্রবাসীদের উদ্বুদ্ধ করা হয়।
রাষ্ট্রদূত তার বক্তৃতায় জানান, ইতালিতে প্রায় দুই লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন এবং প্রতিবছর ১ দশমিক ৩ বিলিয়ন ইউএস ডলারের অধিক রেমিটেন্স প্রেরিত হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। ইতালিতে বাংলাদেশি কমিউনিটি দুই দেশের বন্ধুত্ব ও সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করছে। প্রবাসীদের সেবা নিশ্চিতকরণে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া, প্রবাসীদের অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিতকল্পে দূতাবাস হতে গৃহীত পদক্ষেপসমূহ এবং বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের উদ্যোগ ও পরিকল্পনাসমূহ তিনি তুলে ধরেন।