বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০২
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩

ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে মসজিদে দোয়া

শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আজ জুম্মা নামাজের পর সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আজ জুম্মা নামাজের পর সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় জামে মসজিদেও বিপুলসংখ্যক মুসল্লি দোয়া ও মোনাজাতে অংশ নেন।  মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ।

মোনাজাতের মাঝে পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ছিলেন এ দেশের বিপ্লবী কণ্ঠস্বর। তরুণ সমাজের কাছে প্রতিবাদের আদর্শ। ওসমান হাদির পরিবারকে যাতে মহান আল্লাহ ধৈর্য্য দেন, তার অপূর্ণতাকে যেনো পূর্ণতায় ভরে দেন। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। সর্বশেষ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।