বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫০

রাজশাহীতে সাবেক কাউন্সিলর ও যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ১৬

প্রতীকী ছবি

রাজশাহী, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে সাবেক কাউন্সিলর এবং যুবলীগ কর্মীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শহীদুল ইসলাম পচা (৪০) ও মো. জাহিদুল ইসলাম (৩৬)। শহীদুল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আওয়ামী যুবলীগের কর্মী জাহিদুল একই থানার বড় বনগ্রাম কুচপাড়া এলাকার শমসের আলীর ছেলে।

আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলার ৫ জন এবং অন্যান্য মামলার আসামি ৭ জন রয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।