শিরোনাম

কুড়িগ্রাম, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রামে অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম; সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সম্মানিত অতিথিরা মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান, আমাদের প্রকৃত নায়ক। ১৯৭১ সালে জীবন বাজি রেখে তাঁরা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। জেলা পুলিশ সবসময় বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও পুলিশ বাহিনীর অবদান তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও প্রয়াত পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ মোট ৫৯ জন উপস্থিত ছিলেন। তারা জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা গ্রহণ করেন।
অনুষ্ঠানজুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আবেগঘন মুহূর্ত ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রকাশ দেখা যায়। সংবর্ধনা পেয়ে বীর মুক্তিযোদ্ধারা জেলা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।