বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নওগাঁয় আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নওগাঁয় জেলা যুবদল। ছবি: বাসস

নওগাঁ, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নওগাঁয় জেলা যুবদল।

আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কেডির বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ।

এসময় নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার ও  যুগ্ম আহ্বায়ক রওশন উল ইসলাম ও দেওয়ান মোস্তাকিম আহম্মেদ নিপু, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ খন্দকার ডলার, সদর উপজেলা যুবদলের জহুরুল ইসলামসহ জেলা যুবদল, পৌর যুবদল ও সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলে তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের আগমনের প্রত্যাশায় অধীর আগ্রহে বসে আছে বাংলার মানুষ। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশের মানুষের গণতান্ত্রিক ভোটার অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ দেড় যোগ ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।