বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ২৩:২৯

খুলনায় ১৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ 

ছবি: কোলাজ বাসস

খুলনা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ৬টি আসনে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে খুলনা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রার্থী আমির এজাজ খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

খুলনা-২ আসনে বিএনপি'র নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমান উল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

খুলনা-৩ আসনে বিএনপি'র রকিবুল ইসলাম বকুল, জামায়াতে ইসলামীর অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল আউয়াল ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

খুলনা-৪ আসনে বিএনপি'র আজিজুল বারি হেলাল, জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

খুলনা-৫ আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও বিএনপির মোহাম্মদ আলী আজগর লবী এবং খুলনা-৬ আসনে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মোঃ আবুল কালাম আজাদ ও বিএনপি'র এস এম মনিরুল হাসান বাপ্পি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

খুলনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।