বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ২২:৪১

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুরে যুবদলের আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুরে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত। ছবি: বাসস

পিরোজপুর, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের টাউনক্লাব মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, তানজিদ হাসান শাওন, জেলা যুবদল নেতা সালমান জাকির, মনিরুল ইসলাম মামুন, মাহফুজুর রহমান শাওন, এনামুল কবির রিপনসহ জেলা যুবদল, পৌর যুবদল ও সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশবাসীর জন্য আশার বার্তা বয়ে আনবে। 

তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।