শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ইউরোপীয় অর্থায়নের সুযোগ: দক্ষতার মাধ্যমে আপনাকে সক্ষম করে তোলা’ শীর্ষক একটি সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও বাস্তবতা বিষয়ে আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত এ সেমিনারটি শিক্ষার্থীদের কাউন্সেলিং ও গাইডেন্স সেন্টার, জাবির তত্ত্বাবধানে ইউআরপিয়ার্স আয়োজন করে।
সেমিনারে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের সহযোগী প্রভাষক পেদ্রো লুইস রুবিও তেরেস মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি মাস্টার্স পর্যায়ে অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিভিন্ন ইউরোপীয় ও যুক্তরাজ্যের স্কলারশিপ কর্মসূচি তুলে ধরেন। এ সময় তিনি স্কলারশিপগুলোর কাঠামো, আর্থিক সুযোগ-সুবিধা এবং মৌলিক যোগ্যতার বিষয়গুলো ব্যাখ্যা করেন।
পেদ্রো লুইস রুবিও তেরেস আরও বলেন, সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত প্রস্তুতির মাধ্যমে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা অর্জন বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে। তিনি শক্তিশালী স্কলারশিপ আবেদন প্রস্তুতের কৌশল নিয়েও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সেমিনারে উপস্থিত ছিলেন জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক।