বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ২১:২১

বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে বান্দরবান সেনা জোনের সহায়তা প্রদান

ছবি : বাসস

বান্দরবান, ১৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘর নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ক্রীড়া উপকরণ প্রদান করেছে বান্দরবান সেনা জোন।   

আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পাড়ার মানুষের মধ্যে এসব সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি। 

এ সময় অ উপস্থিত ছিলেন সদর জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন পাড়া থেকে আগত উপকারভোগীরা।

অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদান হস্তান্তর করা হয় এবং প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। পরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি শেষ হয়।