শিরোনাম

শেরপুর, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পাঁচটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দিনব্যাপী সদর ও শ্রীবরদী উপজেলায় অভিযান চালানো হয়।
অভিযানে ইটভাটার পাঁচজন স্বত্বাধিকারীকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুর সদরে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেশ কিছু ইটভাটার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এসব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানে সদরের পূর্ব ঝিনিয়ার মেসার্স আল আমিন ব্রিকস-২-কে ৩ লাখ টাকা এবং রামকৃষ্ণপুরের মেসার্স আল আমিন জিগজ্যাগ ব্রিকস-৩, মোবারকপুরের মেসার্স আর এইচ অটো ব্রিকস-১ ও মেসার্স সাওদা ব্রিকস ও শ্রীবরদীর ইন্দিলপুরের মেসার্স মা ব্রিকস’কে ৩ লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৯১৬/কেএ