বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

নীলফামারীতে রেডক্রিসেণ্ট সোসাইটির কম্বল বিতরণ

নীলফামারীতে আজ রেডক্রিসেণ্ট সোসাইটির কম্বল বিতরণ। ছবি : বাসস

নীলফামারী, ১৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় রেডক্রিসেণ্ট সোসাইটির উদ্যোগে ৪০০ দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

জেলা শহরের রেডক্রিসেণ্ট সোসাইটির কার্যালয়ের সামনে আজ দুপুরে এসব কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, রেডক্রিসেণ্ট সোসাইটির নীলফামারী ইউনিটের সেক্রেটারী ও জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য আসাদুজ্জামান খান রিনো, আলিফ সিদ্দিকী প্রান্তর, সৈয়দ মেহেদী হাসান আশিক, ইউনিটের কর্মকর্তা ফজলুল করিম ও যুব ইউনিটের সহ-প্রধান ইসমাইল হোসেন প্রমুখ।

ইউনিটের কর্মকর্তা ফজলুল করিম জানান, ৪০০ শীতার্ত মানুষের মধ্যে একটি করে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।