শিরোনাম

নীলফামারী, ১৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন, টিটিসি, ডিইএমও, প্রবাসী কল্যাণ সেণ্টার, প্রবাসী কল্যাণ ব্যাংকের আয়োজনে আজ দুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, নীলফামারী টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক নুরজাহান খাতুন, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, অভিবাসন প্রত্যাশী আল আমিন ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,‘বাংলাদেশের উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনেক। আমরা তাদের সম্মান জানাই। সরকার তাদের নানাভাবে সম্মানিত করেছে’।
সভায় প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক নুরজাহান খাতুন জানান, এ পর্যন্ত ব্যাংকের নীলফামারী শাখা থেকে বিদেশগামী এক হাজার ৪৫০জনকে ৩৭কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে।