শিরোনাম

বরিশাল, ১৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মহিলা টিটিসি, প্রবাসী কল্যাণ ব্যাংক ও প্রবাসী কল্যাণ সেন্টারের সহযোগিতায় কারিগরি শিক্ষা কেন্দ্রের (টিটিসি) সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগী কমিশনার মো. আহসান হাবিব।
প্রধান অতিথি বলেন, উন্নত জীবনের আশায় ও জীবিকার তাগিদে প্রবাসীরা বিদেশে পাড়ি জমান। তারা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ বিশ্ব দরবারে তুলে ধরে বাংলাদেশের পরিচিতি প্রসারে কাজ করছেন। প্রবাসীরা আমাদের দেশের গর্ব ও অহংকার। দেশের জন্য তাদের ত্যাগকে আমাদের সম্মান করতে হবে।
নিরাপদ অভিবাসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দালাল চক্র এড়িয়ে সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের মাধ্যমে বিদেশে গেলে প্রবাসীরা নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবে। বৈধ পথে বিদেশ গেলে প্রবাসীরা নিজেদের জীবন মান উন্নয়নের পাশাপাশি দেশে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে দক্ষতা ছাড়া টিকে থাকা সম্ভব নয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বরিশাল দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করে প্রবাসীদের জন্য বিদেশে কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে জেলার ১ হাজার ৪ শত ১৫ জন পুরুষ ও ২ শত ৫১ জন নারী বিদেশে পাড়ি জমান। ২০২৪-২৫ অর্থবছরে বরিশাল বিভাগে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ৭৭৯.৮মিলিয়ন ইউএস ডলার।
বরিশাল স্থানীয় সরকারের উপপরিচালক দীনেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর মহাব্যবস্থাপক এ.বি.এম. আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, বরিশাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের এজিএম মো. জিয়াউল ইসলাম, টিটিসির অধ্যক্ষ মো. গোলাম কবির।
এসময় টিটিসির শিক্ষক, প্রশিক্ষাণার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর মহাব্যবস্থাপক এ.বি.এম. আবদুল হালিমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।