বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২

লক্ষ্মীপুরের দল্টা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে মঞ্চ মাতাবেন সংগীতশিল্পী বালাম

সংগীতশিল্পী বালাম। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী ২৬ ডিসেম্বর এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। নিজের ৫০তম জন্মদিনের ঠিক দু’দিন পর এই মঞ্চে বিশেষ চমক নিয়ে হাজির হওয়ার কথা জানিয়েছেন শিল্পী নিজেই।

বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম জানান, আগামী ২৪ ডিসেম্বর জীবনের ৫০তম বসন্তে পা রাখবেন জনপ্রিয় শিল্পী বালাম। জীবনের এই বিশেষ মাইলফলক স্পর্শ করার পরপরই ২৬ ডিসেম্বর শুক্রবার তিনি দল্টা স্কুলের মঞ্চে উঠবেন।

এদিকে তরুণ ভক্তদের জন্য কোনো বিশেষ কোনো চমক থাকছে কি-না, জানতে চাইলে বালাম বলেন, ‘অবশ্যই চমক থাকবে, তবে তা সরাসরি দল্টার মঞ্চে দর্শক-শ্রোতাদের সামনে উন্মোচন করতে চাই’।

বালাম ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী বেলাল খান ও সানিয়া সুলতানা (লিজা)। 

উল্লেখ্য, শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ‘থিম সং’ গেয়েছেন কন্ঠশিল্পী বেলাল খান।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও খবরের কাগজ।