বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯

হালদা নদীতে অভিযানকালে ১৭০০ মিটার জাল, ১৮টি বড়শি জব্দ

চট্টগ্রামের হালদা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে অভিযান পরিচালনা করা হয়। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত দুটি চরঘেরা জাল, যেগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৭০০ মিটার এবং ১৮টি বড়শি জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে অভিযানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের হালদা প্রকল্পের পাহারাদার হোসাইন, শহিদুল, মোতালেব, সেকান্দার ও আবুল হাশেম।

মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। হালদা নদীর মাছ ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ মৎস্য আহরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।